সাব্বির হোসেন,মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর বাঁশতৈল ফাইনাল ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০১৯-২০২০ খ্রিঃ খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে ০৯/০৩/২০২০ ইং রোজ সোমবার বেলা ৩ঘটিকার সময় খেলাটি শুরু হয়।
উক্ত খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন। বুলবুল শিক্ষা পরিবার বনাম লিমি ফ্যাশন নাজিম প্লাজা। প্রথমে টশে জিতে বুলবুল শিক্ষা পরিবার বাট করেন। বুলবুল শিক্ষা পরিবার ১৬ ওভারে ৬ ওকেটে ১৩২ রান করে।১৩২ রানের টার্গেটে লিমি ফ্যাশন ৯ ওকেট হারিয়ে ১১২ রান তুলেন।২০ রানে ব্যাবধানে বুলবুল শিক্ষা পরিবার লিমি ফ্যাশনকে হারিয়ে জয়ী হয়।
অনুষ্টানটি সভাপতিত্ত করেন জনাব মোঃ শফিকুল ইসলাম আলাল প্রোপাইটর আটলান্টিক ব্রিকস ও আমেরিকা প্রবাসী, বাঁশতৈল, সহ-সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান কলিন সভাপতি বাঁশতৈল ইউনিয়ন যুবলীগ, প্রধান অতিথি জনাব মোঃ হেলাল উদ্দিন দেওয়ান বিশিষ্ট ব্যাবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচগাও, উদ্ভোধক জনাব মোঃ তাইজুল ইসলাম তাজ প্রোপাইটর এল বি এম তেলিপাড়া,প্রধান বক্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম ভেন্ডার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১৩ বাঁশতৈল ইউনিয়ন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুবলীগের সভাপতি লুৎফর রহমান কলিন
Be the first to comment on "মির্জাপুর বাঁশতৈল ফাইনাল ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০১৯-২০২০ খ্রিঃ"